বিশেষ (খুলনা) প্রতিনিধি: খুলনা নগরীর খানজাহান আলী থানার শিরোমনী ঘাটের টোল আদায়ের ঘরের মধ্য হতে একটা সাপ উদ্ধার করে প্রকৃতিতে অবমুক্ত করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খুলনা নগরীর খানজাহান আলী থানার শিরোমনী ঘাটের টোল আদায় ঘরে একটা সাপ অবস্তান করছে। স্থানীয় ঘাটের এক মাঝির এমন সংবাদের ভিত্তিতে খুলনা অঞ্চলের পরিবেশবাদী সংগঠন আলোর মিছিলের হটলাইনে ফোন দিয়ে জানানো হয়। সাপটি হলো লাউডগা / green vine snake যা মৃদু বিষধর।
পরবর্তীতে আলোর মিছিলের উপদেষ্টা ও বাংলাদেশ প্রেসক্লাব দিঘলিয়া শাখার সাধারণ সম্পাদক শেখ শামীমুল ইসলাম, প্রতিষ্ঠাতা সভাপতি শেখ তারেক, বন্যপ্রানী উদ্ধারকারী টিমের প্রধান মোঃ হাসিবুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হন। তাঁরা সাপটিকে উদ্ধার করেন। মৃদ্যু বিষধর সাপটি মানুষের
জন্য ক্ষতিকর নয়। পরবর্তীতে সাপটিকে বন বিভাগ খুলনার নির্দেশনায় উদ্ধার করে প্রকৃতিতে অবমুক্ত করা হয়।
উল্লেখ্য যে,পরিবেশবাদী সংগঠন আলোর মিছিল ২০১৪ সাল থেকে বন্যপ্রাণী সংরক্ষণ, নদী দখল দূষণ রোধ, প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বিভিন্ন কর্মসূচি পালন করছে। আলোর মিছিলের উপস্থিত কর্মকর্তাগণ শিশুদের নিয়ে সচেতনামূলক আলোচনা সভা করা হয় এবং সাপে কাটা রোগীকে ওঝার কাছে না নিয়ে হাসপাতালে নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (খুলনা) প্রতিনিধি সৈয়দ আবুল কাসেম। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.