খুলনা ব্যুরো:খুলনার ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়নের মুক্তমই মাধ্যমিক বিদ্যালয়ে রবিবার (১৯ জানুয়ারি) দুপুরে আয়োজিত পিঠা উৎসব আনন্দের বদলে রূপ নেয় আতঙ্কে।
তুচ্ছ ঘটনার জেরে বিদ্যালয়ের দুই ছাত্র ইসান (১৫) ও তামিম (১৫) ছুরিকাঘাতের শিকার হন। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পিঠা উৎসব চলাকালে বহিরাগত দুই যুবক—বাদল মিনা ও হাসিব শেখ—বিদ্যালয় প্রাঙ্গণে প্রবেশ করেন। তাদের সন্দেহজনক আচরণের কারণে শিক্ষার্থীরা জিজ্ঞাসাবাদ করলে তারা উত্তেজিত হয়ে ছুরি দিয়ে ইসান ও তামিমের ওপর হামলা চালায়।
আহত ইসান স্থানীয় বুলবুলের ছেলে এবং তামিম আব্দুল খালেকের ছেলে। হামলার পর আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
হামলার পর স্থানীয়রা বাদল মিনা ও হাসিব শেখকে আটক করে। তাদের কাছ থেকে ছুরি উদ্ধার করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
ফুলতলা থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান খান জানিয়েছেন, হামলাকারীদের হেফাজতে রাখা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান মাশরুর মুর্শেদ। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.