খুলনা ব্যুরো: খুলনার নগরঘাট এবং দিঘলিয়া উপজেলার মধ্যে সংযোগ স্থাপনকারী ফেরিঘাটের ইজারা নিয়ে চলমান উত্তেজনার জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত ১ জানুয়ারি নগরঘাট ইজারাদার শেখ আলী আকবরের ওপর হামলার ঘটনায় দিঘলিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সাইফুর রহমান মিন্টু মোল্লাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
গত ৫ ডিসেম্বর শেখ আলী আকবর বিআইডব্লিউটিএ’র কাছ থেকে নগরঘাটের ইজারা গ্রহণ করেন। তবে ইজারা নেওয়ার পর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। স্থানীয় একাংশের আপত্তি এবং প্রতিযোগিতার জেরে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে।
১ জানুয়ারি শেখ আলী আকবর নগরঘাট এলাকায় গেলে ফেরির ওপর তার ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা তাকে ব্যাপক মারধর করে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
এই ঘটনায় দিঘলিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সাইফুর রহমান মিন্টু মোল্লাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলাটি শেখ আলী আকবরের ভাই আনছার শেখ দিঘলিয়া থানায় দায়ের করেন।
মামলার অন্যান্য আসামিরা হলেন, রিয়াদুল ইসলাম শিমুল, খান আরিফুল ইসলাম, সবুজ, শরিফুল, মিন্টু শেখ, রাজা, বাদশা, কামরুল এজাহারে উল্লেখ করা হয়, ইজারা নিয়ে বিরোধের জেরে শেখ আলী আকবরের ওপর পরিকল্পিত ভাবে এই হামলা চালানো হয়েছে।
দিঘলিয়া থানার ওসি এইচ এম শাহীন জানিয়েছেন, মামলাটি গত ৬ জানুয়ারি রেকর্ড করা হয়েছে।
যেহেতু ঘটনাটি ফেরিঘাট এলাকায় ঘটেছে, তাই তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে খুলনা সদর নৌ থানা পুলিশের এসআই রবিউল ইসলামকে। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা অব্যাহত রয়েছে।
Comments are closed, but trackbacks and pingbacks are open.