খুলনা ব্যুরো:খুলনার ডুমুরিয়া উপজেলার চাকুন্দিয়া এলাকায় রবিবার (১৯ জানুয়ারি) সকাল ১০টা ২০মিনিটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে এবং ৫ জন গুরুতর আহত হয়েছেন।
মৃত ব্যক্তি সাতক্ষীরা জেলার মধুমাল্লারডাংগী এলাকার গোলাম মোস্তফার ছেলে মফিজুল ইসলাম। দুর্ঘটনায় আহত ৫ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খর্ণিয়া হাইওয়ে পুলিশের এসআই কামরুল ইসলাম জানিয়েছেন, একটি ভ্যান চুকনগর থেকে চারজন যাত্রী নিয়ে সাতক্ষীরার দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা একটি বাস ভ্যানটিকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় এবং ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা যাত্রীরা গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মফিজুল ইসলাম মারা যান।
এই দুর্ঘটনা সড়কে অসতর্কতার ভয়াবহ পরিণতি আবারও সামনে এনেছে। স্থানীয়রা জানিয়েছেন, ভ্যানচালক ও বাসচালকের সমন্বয়হীনতা এবং সড়কের পাশে পর্যাপ্ত জায়গার অভাব দুর্ঘটনার প্রধান কারণ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান মাশরুর মুর্শেদ। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.