খুলনার কয়রায় ১৩০ কেজি হরিণের মাংস উদ্ধার

খুলনা ব্যুরো: খুলনার কয়রা উপজেলার জোড়শিং গ্রামের শাকবাড়িয়া নদীর চর থেকে ১৩০ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে বন বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ টিম। রবিবার (১৬ মার্চ) রাত ১২টার দিকে খাশিটানা বন টহল ফাঁড়ির সদস্য, আংটিহারা কোস্টগার্ড এবং আংটিহারা নৌ-পুলিশ ফাঁড়ির যৌথ অভিযানে এই মাংস উদ্ধার করা হয়।
খাশিটানা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ছানা রঞ্জন পাল জানান, সুন্দরবন থেকে একদল হরিণ শিকারী হরিণের মাংস লোকালয়ে বিক্রির জন্য নিয়ে আসে। গোপন সূত্রে, খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত অভিযান পরিচালনা করে। তবে অভিযানের খবর পেয়ে শিকারীরা শাকবাড়িয়া নদীর চরে মাংস ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে পরিত্যক্ত অবস্থায় ১৩০ কেজি হরিণের মাংস উদ্ধার করে বন টহল ফাঁড়িতে নিয়ে আসা হয়।
খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মোঃ শরিফুল ইসলাম বিটিসি নিউজকে বলেন,”বন্যপ্রাণী সংরক্ষণ আইনে এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য তদন্ত চলছে।”
আইন অনুযায়ী, বন্যপ্রাণী থেকে প্রাপ্ত কোনো অবৈধ সম্পদ বিক্রি বা সংরক্ষণ করা যায় না।
সে কারণে উদ্ধার হওয়া ১৩০ কেজি হরিণের মাংস সোমবার (১৭ মার্চ) কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অনুমতিক্রমে আদালত চত্বরে মাটিচাপা দিয়ে ধ্বংস করা হয়েছে।
বন বিভাগের কর্মকর্তারা জানান, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষার স্বার্থে হরিণ শিকার ও পাচারের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। যারা এই বেআইনি কাজে লিপ্ত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.