বিশেষ (খুলনা) প্রতিনিধি: খুলনা জেলার ৬টি আসনে আওয়ামী লীগ ও বিভিন্ন দলের পক্ষ থেকে মোট ৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আওয়ামী লীগ ও বিভিন্ন দলের পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন মোট ৫৯জন। বৃহস্পতিবার সন্ধ্যায় খুলনার রিটার্নিং অফিসার খন্দকার ইয়াসির আরেফিন এ তথ্য নিশ্চিত করেন।
খুলনা-১ আসনে ৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। যে সকল প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা হলেন আওয়ামী লীগের ননী গোপাল মণ্ডল, জাপার কাজী হাসানুর রশীদ, জাকের পার্টির মোঃ আজিজুর রহমান, তৃণমূল বিএনপির গোবিন্দ চন্দ্র প্রামাণিক, স্বতন্ত্র আবেদ আলী শেখ ও প্রশান্ত কুমার রায়।
খুলনা-২ আসনে ৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ আসনে যে সকল প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা হলেন আওয়ামী লীগের সেখ সালাহউদ্দিন জুয়েল, জাতীয় পার্টির মোঃ গাউসুল আজম, গণতন্ত্রী পার্টির মোঃ মতিয়ার রহমান, বাংলাদেশ কংগ্রেসের দেবদাস সরকার, জাকের পার্টির ফরিদা পারভীন, ইসালামী ঐক্যজোটের হিদায়েতুল্লাহ, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের বাবু কুমার রায়, বিএনএমের আব্দুল্লাহ আল আমিন, স্বতন্ত্র মোঃ সাইদুর রহমান।
খুলনা-৩ আসনে সর্বনিম্ন ৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ আসনে যে সকল প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা হলেন আওয়ামী লীগের এস এম কামাল হোসেন, জাকের পার্টির এস এম সাব্বির হোসেন, জাতীয় পার্টির মো. আব্দুল্লাহ আল মামুন, স্বতন্ত্র কাইজার আহমেদ ও ফাতেমা জামান সাথী।
খুলনা-৪ আসনে সর্বোচ্চ ১৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ আসনে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা হলেন আওয়ামী লীগের আব্দুস সালাম মূর্শেদী, জাকের পার্টির শেখ আনসার আলী, বিএনএমের এস এম আজমল হোসেন, জাতীয় পার্টির মোঃ ফরহাদ আহমেদ, এনপিপির মোঃ মোস্তাফিজুর রহমান, তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের মনিরা সুলতানা ও ইসলামি ঐক্যজোটের রিয়াজ উদ্দিন খান, স্বতন্ত্র মোঃ জুয়েল রানা, এম ডি এহসানুল হক, মোঃ রেজভি আলম, এস এম মোর্ত্তজা রশিদী দারা, আতিকুর রহমান ও এইচ এম রওশান জামির।
খুলনা-৫ আসনে ৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। যে সকল প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা হলেন আওয়ামী লীগের নারায়ণ চন্দ্র চন্দ, জাতীয় পার্টির মোঃ শাহীদ আলম, জাকের পার্টির সামাদ শেখ, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির শেখ সেলিম আক্তার, বাংলাদেশ কংগ্রেসের এস এম এ জলিল, ইসলামি ঐক্যজোটের তরিকুল ইসলাম ও স্বতন্ত্র শেখ আকরাম হোসেন।
খুলনা-৬ আসনে ১২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ আসনে যে সকল প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা হলেন আওয়ামী লীগের মোঃ রশিদুজ্জামান, এনপিপির মোঃ আবু সুফিয়ান, জাকের পার্টির শেখ মর্তুজা আল মামুন, জাতীয় পার্টির মোঃ শফিকুল ইসলাম মধু, বাংলাদেশ কংগ্রেসের মির্জা গোলাম আজম, বিএনএমের এস এম নেওয়াজ মোরশেদ, তৃণমূল বিএনপির গাজী নাদির উদ্দিন খান, স্বতন্ত্র এস এম রাজু, গাজী মোস্তফা কামাল, জি এম মাহবুবুল আলম, মোঃ মোস্তফা কামাল জাহাঙ্গীর ও মোঃ অহিদুজ্জামান মোড়ল।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (খুলনা) প্রতিনিধি সৈয়দ আবুল কাসেম। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.