খুলনায় ১০ ভরি ওজনে স্বর্ণের বারসহ একজন আটক

খুলনা ব্যুরো: নগরীর লবণচরা থানার সাচিবুনিয়া বিশ্বরোড মোড়ে সোমবার রাতে প্রায় ১০ ভরি ওজনের স্বর্ণের বারসহ গোবিন্দ চন্দ্র দাস (৩৮) কে আটক করেছে পুলিশ। তিনি শরিয়তপুর জেলার চন্দনকর রুদ্রগড় ইউনিয়নের বাসিন্দা এবং যুগল চন্দ্র দাসের ছেলে।
কেএমপি’র এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, সোমবার (১৩ জানুয়ারী) রাতে সাচিবুনিয়া বিশ্বরোড মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গোবিন্দ চন্দ্র দাসকে ১০ ভরি ওজনের ২টি স্বর্ণের বারসহ হাতেনাতে আটক করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য প্রায় ১২ লাখ ৭০ হাজার টাকা।
আটকের পর তার বিরুদ্ধে লবণচরা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বর্ণের উৎস এবং এর সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিদের শনাক্ত করার জন্য অভিযান অব্যাহত রয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.