খুলনায় ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’ প্রতিভা অন্বেষণ কর্মসূচি সম্পন্ন, তিন জেলার ৪৪ জন সাঁতারু বাছাই

খুলনা ব্যুরো: ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ’ শিরোনামে সুইমিং ফেডারেশনের প্রতিভা অন্বেষণ কার্যক্রমের খুলনা পর্ব সফলভাবে সম্পন্ন হয়েছে। সোমবার (১৬ জুন) খুলনা নগরীর সোনাডাঙ্গা মহিলা ক্রীড়া কমপ্লেক্সের সুইমিংপুলে অনুষ্ঠিত হয় এ কর্মসূচির বাছাইপর্ব।
খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা—এই তিন জেলার ৪৪ জন সম্ভাবনাময় সাঁতারুকে বাছাই করা হয় এ আয়োজনে।
প্রতিভাবান সাঁতারু খুঁজে বের করার লক্ষ্যে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের আয়োজনে গত ১০ মে ঢাকার মিরপুরে জাতীয় সুইমিং কমপ্লেক্সে এ ট্যালেন্ট হান্ট কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
খুলনা ভেন্যুতে সফলভাবে কার্যক্রম পরিচালনায় মুখ্য ভূমিকা রাখে রেজাউল সুইমিং একাডেমি। একাডেমির পরিচালক জিএম রেজাউল ইসলামের নেতৃত্বে প্রচারণা ও প্রস্তুতির মাধ্যমে খুলনায় ব্যাপক সাড়া ফেলেছে এ কর্মসূচি।
সোমবার বিকেলে সমাপনী অনুষ্ঠানে উত্তীর্ণ সাঁতারুদের হাতে ‘ইয়েস কার্ড’ তুলে দেওয়া হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার মোঃ ফাহিম। তিনি জানান, ৯-১১ বছর ও ১২-১৫ বছর—এই দুই বয়সভিত্তিক ক্যাটাগরিতে বাছাই প্রক্রিয়া পরিচালিত হয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জাতীয় ক্রীড়া পরিষদের খুলনা বিভাগীয় উপপরিচালক মোঃ আবুল হোসেন, ভেন্যু প্রতিনিধি জিএম রেজাউল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য মোঃ সাইফুল ইসলাম ও সাহনাজ খাতুন।
এছাড়াও সুইমিং ফেডারেশনের সদস্য ও নির্বাচক কমিটির প্রতিনিধিগণ—মাহাবুবুর রহমান, মোঃ সোলাইমান, এম এইচ ঢালী, নাজিমুদ্দিন জুলিয়াস, জ্যোতীন্দ্রনাথ বিশ্বাস এবং জুয়েল আহম্মেদ—অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.