খুলনায় সাবেক এমপি ও চেয়ারম্যানসহ ১০৮ জনের বিরুদ্ধে শিক্ষকের মামলা

খুলনা ব্যুরো: খুলনার কয়রা উপজেলায় সাবেক সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু, ইউনিয়ন পরিষদের দুই চেয়ারম্যান, তিন পুলিশ কর্মকর্তা এবং আরও ১০৮ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন মো. নূরুল ইসলাম, যিনি একজন শিক্ষক এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী।
মামলার বাদী নূরুল ইসলাম অভিযোগ করেন, আসামিরা বিভিন্ন সময়ে তার কাছে চাঁদা দাবি করেছে এবং ভয়ভীতি দেখিয়েছে। পুলিশ সদস্যদের বিরুদ্ধে নাশকতার মিথ্যা মামলায় জড়ানোর এবং ক্রসফায়ারের হুমকি দিয়ে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে।
বাদী দাবি করেন, গত ১ নভেম্বর, আদালতে হাজিরা দেওয়ার পথে মসজিদকুড় ব্রিজ এলাকায় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাকে আটকে রেখে তার সঙ্গে থাকা নগদ টাকা, খাদ্যসামগ্রী, স্বর্ণালঙ্কারসহ প্রায় ১০ লাখ টাকার সম্পদ লুট করে। এছাড়াও তাকে ১৫ লাখ টাকা চাঁদা দিতে চাপ দেওয়া হয়।
বাদী আরও অভিযোগ করেন, ৮ ডিসেম্বর, আসামিরা তার বাড়িতে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে। এসময় নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী লুট করা হয়। 
নূরুল ইসলাম দাবি করেন, আওয়ামী লীগ নেতাদের নির্দেশে পুলিশ তাকে মিথ্যা মামলায় জড়িয়েছে এবং বিভিন্নভাবে হয়রানি করেছে। তিনি এ ঘটনার ন্যায়বিচার কামনা করেন।
বাদীর আইনজীবী অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক জানিয়েছেন, আদালত মামলাটি গ্রহণ করে সিআইডিকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। তিনি আশাবাদী যে বাদী ন্যায়বিচার পাবেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.