খুলনা ব্যুরো: খুলনায় আলোচিত শেখবাড়িসহ মোট পাঁচটি স্থানে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে এ হামলা চালানো হয়।
এ ঘটনায় আতঙ্কে অনেক আওয়ামী লীগ নেতা গা ঢাকা দিয়েছেন বলে জানা গেছে।
ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরের সাথে মিল রেখে খুলনার শেখবাড়ি ভাঙচুরের ঘোষণা দেওয়া হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, খুলনা’ নামক ফেসবুক পেজে পোস্ট দিয়ে জানানো হয়, শেখবাড়ি গুড়িয়ে দেওয়ার জন্য ছাত্র-জনতাকে নির্দিষ্ট সময়ে সেখানে উপস্থিত হতে।
বুধবার রাত ৯টার দিকে আন্দোলনকারীরা হাতুড়ি, হেমারসহ বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে ভাঙচুর শুরু করে। প্রথমে শেখবাড়ির মূল গেটের টিনের বেড়া খুলে ফেলা হয়, যা ৫ আগস্টের ভাঙচুরের পর পুনরায় আটকে দেওয়া হয়েছিল। এরপর সিটি কর্পোরেশনের দুটি বুলডোজার এসে দেয়ালসহ বিভিন্ন অংশ ভাঙতে থাকে। রাত গভীর হওয়ার সাথে সাথে ছাদে আগুন ধরিয়ে দেওয়া হয়, তবে তা বেশি সময় স্থায়ী হয়নি।
শুধু শেখবাড়িই নয়, নগরীর আরও অন্তত চারটি স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
বুধবার রাতে ও আজ বৃহস্পতিবার বুলডেজার দিয়ে ভাংচুর করা হয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থিত শেখ মুজিবের ম্যুরাল। দিঘলিয়ায়ার নগরঘাটস্থ শেখ হাসিনার গোডাউন হিসেবে পরিচিত রেস্ট হাউজটিও ভাঙচুর করা হয়। সেখানে শেখ হাসিনার জন্য তৎকালীন এমপি আব্দুস সালাম মুর্শেদী ও বর্তমান ইউপি চেয়ারম্যান হায়দার আলী মোড়লের তত্ত্বাবধানে ওই রেষ্ট হাউজটি তৈরি করেছিলেন। শেখ হাসিনা ওই জমিতে ২০২৩ সালের ৬ জানুয়ারি আসলে তার জন্য রেষ্ট হাউজটি করা হয়েছিল। জনরোষ থেকে রক্ষা পায়নি ওই রেষ্ট হাউজটিও।
আজ বৃহস্পতিবার সকাল থেকেই সেখানে ভাংচুর চালানো হয়।
দোলখোলা ইসলামপুর রোডস্থ আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেনের বাড়িতে হামলা চালিয়ে নিচতলায় আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে একটি প্রাইভেট কার ও কয়েকটি মোটরসাইকেল পুড়ে যায়। লবণচরার তালুকদার আব্দুল খালেক সড়কের অ্যাডভোকেট আইয়ুব আলীর বাড়ির জানালার কাচ ভেঙে ফেলা হয়। ভাঙচুর করা হয়েছে সরকারি বিএল কলেজের বিজ্ঞান ভবনের সামনে অবস্থিত শেখ মুজিবের ম্যুরাল।
৫ আগস্টের পর অনেক নেতা কিছুদিন খুলনায় ফিরলেও বুধবারের হামলার পর তারা ফের আত্মগোপনে চলে গেছেন। অনেক নেতার বাড়িতে সরাসরি হামলার পরিকল্পনার খবর ছড়িয়ে পড়ায় রাতেই অনেকেই শহর ছেড়ে পালিয়ে গেছেন বলে জানা গেছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান মাশরুর মুর্শেদ। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.