খুলনায় পুলিশ নিহতের ঘটনায় মামলা, আসামী সহস্রাধিক

খুলনা ব্যুরো: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ছাত্র-জনতার গণমিছিলে গতকাল শুক্রবার খুলনা ছিল উত্তাল।তিন দফায় সংঘর্ষ ঘটে ছাত্র জনতার সাথে পুলিশ ছাত্র জনতার ইটপাটকেল নিক্ষেপর বিপরীতে পুলিশের টিয়ারশেল গুলি চলে ঘন্টার পর ঘন্টা।
দফায় দফায় সংঘর্ষে নিহত হন পুলিশ সদস্য সুমন কুমার ঘরামী। তার মৃত্যুতে খুলনার লবণচরা থানায় পুলিশের এসআই মোস্তফা সাকলাইন বাদী হয়ে মামলা হয়েছে। এতে আসামি এক হাজার ২০০ জন।
এ ছাড়া খুলনা ও হরিনটানা থানায় পৃথক দুটি মামলা হয়েছে।
জানা গেছে, সুমন কুমার ঘরামীকে গতকাল আহত অবস্থায় বেসরকারি একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় পুলিশ কমিশনার মোজ্জাম্মেল হক উপস্থিত হলে পরিবারের আহজারী ভিন্ন পরিবেশ সৃষ্টি করে।
পুলিশ মিডিয়া সেল থেকে জানানো হয়, নিহত সুমন কুমার ঘরামী সুশিল কুমার ঘরামীর ছেলে। তার বাড়ি বাগেরহাট জেলার কচুয়ায়। সুমনের একটি ছেলে সন্তান আছে। তিনি সহকারী পুলিশ কমিশনার সোনাডাঙ্গা জোনের দেহরক্ষী হিসাবে কর্মরত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.