খুলনা ব্যুরো: দেশে করোনাভাইরাসের দ্বিতীয় দফার সংক্রমণের মধ্যে খুলনায় প্রথমবারের মতো দুইজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। আজ মঙ্গলবার (১৭ জুন) খুলনা সদর হাসপাতালে এই দুই রোগীর শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।
তাদের মধ্যে সুমাইয়া আক্তার নামের এক নারীকে ভর্তি করা হয়েছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে। অন্যজন, তানিয়া নামের আরেক নারী, বর্তমানে সুস্থ আছেন এবং তাকে বাড়িতে থেকেই চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার এবং করোনা ও ডেঙ্গু ফোকালপারসন ডা. খান আহম্মেদ ইসতিয়াক জানান, “২০২৩ সালের পর খুলনায় করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে ছিল। এবারই প্রথম নতুন করে সংক্রমণ শনাক্ত হলো।”
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ করোনা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। জনসাধারণকে মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান মাশরুর মুর্শেদ। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.