খুলনায় ডিবি পুলিশের অভিযানে গোপালগঞ্জের যুবলীগ নেতা গ্রেপ্তার

খুলনা ব্যুরো: খুলনা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়া উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম (৩৮) গ্রেপ্তার হয়েছেন।
তিনি একাধিক সন্ত্রাসী ও হত্যাকাণ্ডের মামলার পলাতক ও সন্দেহভাজন আসামি বলে নিশ্চিত করেছে পুলিশ।
ডিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরে খুলনার সোনাডাঙ্গা থানাধীন শেখপাড়া তেতুলতলা মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়া উপজেলার পাটগাতী দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা। তাঁর পিতা মোঃ দেলোয়ার খলিফা এবং মাতা আনোয়ারা বেগম।
গ্রেপ্তারকৃত রাকিবুল ইসলামের বিরুদ্ধে খুলনার খালিশপুর থানার মামলা (নং-০২, তারিখ ১৪ আগস্ট ২০২৪) ছাড়াও রাজধানী ঢাকাসহ বিভিন্ন থানায় একাধিক গুরুতর অভিযোগে মামলা রয়েছে।
সিডিএমএস বিশ্লেষণে দেখা গেছে, তাঁর বিরুদ্ধে গোপালগঞ্জ সদর, ডিএমপি উত্তরা পূর্ব ও ভাটারা থানায় ১৪৮, ১৪৯, ৩০২, ১২০(বি), ৩৪ ধারায় হত্যা ও সন্ত্রাস সংশ্লিষ্ট মামলাগুলো চলমান রয়েছে।
ডিবি পুলিশের দাবি, গত বছরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন করতে রাকিবুল ইসলাম সন্ত্রাসী ছাত্রলীগ ও যুবলীগ কর্মীদের সহায়তায় আন্দোলনকারীদের ওপর হামলা, ভাঙচুর ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করেছিলেন।
খুলনা ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া অনুসারে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.