খুলনায় ট্রেন আটকে দিলো পলিটেকনিক শিক্ষার্থীরা

খুলনা ব্যুরো: শিক্ষা ব্যবস্থার বিভিন্ন দাবি-দাওয়ার প্রেক্ষিতে খুলনায় রেললাইনে অবস্থান নিয়ে ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
বুধবার (১৬ এপ্রিল) সকাল থেকে শতাধিক শিক্ষার্থী খুলনা রেলস্টেশনের সামনে অবস্থান নেন। তারা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ করতে থাকেন এবং রেললাইনের উপর বসে পড়েন, ফলে খুলনা-ঢাকা ও খুলনা-চিলাহাটিসহ বিভিন্ন রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে অন্যতম ছিল—ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সম্মানজনক গ্রেডে চাকরির নিশ্চয়তা, শিক্ষা মানোন্নয়ন, ও পুরনো সিলেবাস বাতিল করে নতুন বাস্তবমুখী সিলেবাস চালু করা।
প্রায় ঘণ্টাখানেক অবরোধ চলার পর রেলওয়ে ও স্থানীয় প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন। তবে তারা জানিয়েছেন, দাবি আদায় না হলে আবারও কঠোর কর্মসূচিতে যাবেন। এ ঘটনায় যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছায়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.