খুলনায় ট্রাক-ইজিবাইক সংঘর্ষে দুইজন নিহত, আহত চারজন

খুলনা ব্যুরো: খুলনার হোগলাডাঙ্গা মোড়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। সোমবার সকালে এলপি গ্যাসবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন।
নিহতরা হলেন, হোগলাডাঙ্গা বাঁশবাড়িয়া এলাকার কিশোর রায়হান এবং জুয়েল বাবু।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হোগলাডাঙ্গা মোড়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইককে সজোরে ধাক্কা দেয়।
ঘটনাস্থলেই কিশোর রায়হান নিহত হন।
ইজিবাইকে থাকা পাঁচ যাত্রী—টিটু (২৬), চালক কবির (৪৭), হাসিব (২৩), নগেন্দ্রনাথ সরকার (৭৫), এবং জুয়েল বাবু গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। চিকিৎসাধীন অবস্থায় জুয়েল বাবু মারা যান।
হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার জানান, দুর্ঘটনার পরপরই ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। চালককে গ্রেপ্তারে অভিযান চলছে বলে তিনি জানিয়েছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.