খুলনায় জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব উদ্বোধন

খুলনা ব্যুরো: জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০২৫-এর খুলনা আঞ্চলিক পর্ব আজ সোমবার (১৬ জুন) সকাল ৮টা ৩০ মিনিটে খুলনা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ডিসিপ্লিনের উদ্যোগে এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ) এর সহযোগিতায় এ দিনব্যাপী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
তিনি বলেন, “প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের বাংলাদেশ গড়তে প্রোগ্রামিং শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে যুক্তিনির্ভর ও প্রযুক্তি-ভিত্তিক চিন্তা-ভাবনার বিকাশ ঘটায়।”
তিনি আরও বলেন, “শুধু বইয়ের পৃষ্ঠায় সীমাবদ্ধ থাকলে চলবে না, শিক্ষার্থীদের আইডিয়াগুলো বাস্তবায়নের সুযোগ করে দিতে হবে। প্রযুক্তিতে যারা নতুন ধারণা নিয়ে কাজ করবে, তারাই আগামী দিনে নেতৃত্ব দেবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান। তিনি বলেন, “প্রযুক্তিতে যে জাতি যত এগিয়ে, তারা উন্নয়নে তত অগ্রগামী। প্রোগ্রামিং এখন শুধু প্রযুক্তির জন্য নয়, বরং জাতীয় উন্নয়নের জন্য অপরিহার্য।”
সিএসই ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. এস এম রফিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডিজিটাল সরকার ও অর্থনীতি শক্তিশালীকরণ (ইডিজিই) প্রকল্পের ম্যানেজার মোহাম্মদ এনামুল কবির, সিএসই ডিসিপ্লিনের প্রফেসর ড. কামরুল হাসান তালুকদার এবং কো-অর্ডিনেটর সহযোগী অধ্যাপক ড. মনিশংকর মন্ডল।
উদ্বোধনী পর্ব শেষে আয়োজন করা হয় আইসিটি কুইজ, প্রোগ্রামিং প্রতিযোগিতা এবং সাইবার সিকিউরিটি ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বিষয়ক সেমিনার। প্রতিযোগিতায় খুলনা অঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ২৪৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.