খুলনা ব্যুরো:খুলনার কয়রায় সরকারি পুকুর থেকে সাগর সাহা (৩০) নামের ইউনিলিভার কোম্পানির এক কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার বাগালী ইউনিয়নের ইসলামপুর সরকারি পুকুরের ইজারাদার মোশারফ হোসেন লাশ ভাসতে দেখেন।
পরে কয়রা থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করেন। নিহত সাগর সাহা পাইকগাছা উপজেলার নাছিরপুর গ্রামের শংঙ্কর সাহার ছেলে।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান বিটিসি নিউজকে বলেন, প্রাথমিকভাবে এটি একটি হত্যাকান্ড বলে ধারণা করছি। লাশের ময়নাতদন্তের জন্য লাশটি সুরতহাল শেষে খুলনা মেডিকেলে প্রেরণ করা হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.