খুলনায় আওয়ামী লীগ নেতা জাকির হওলাদার গ্রেপ্তার

খুলনা ব্যুরো: খুলনা নগরীর ২৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং সাবেক যুবলীগ নেতা জাকির হওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে নগরীর মুসলমান পাড়া এলাকা থেকে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তার করে।
গোয়েন্দা পুলিশের সূত্র জানায়, গ্রেপ্তারকৃত জাকির হওলাদারকে গোয়েন্দা কার্যালয়ে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. তৈমুর ইসলাম বলেন, “আমরা কয়েকদিন ধরে তাকে গ্রেপ্তারের পরিকল্পনা করছিলাম। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত করে আমরা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছি।”
পুলিশ জানিয়েছে, জাকির হওলাদারের বিরুদ্ধে খুলনা সদরসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলার তদন্ত ও অন্যান্য অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। তাকে সোমবার আদালতে পাঠানো হবে বলে জানায় পুলিশ।
এলাকাবাসীর সূত্রে জানা গেছে, সরকার পরিবর্তনের পর জাকির হওলাদার কিছুদিন আত্মগোপনে ছিলেন। পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে তিনি এলাকায় ফিরে আসেন এবং সরকারবিরোধী কর্মকাণ্ড বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, তারা সব অভিযোগ গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.