খুলনা ব্যুরো:বর্তমান সংসদের প্রতিমন্ত্রী সহ খুলনার তিন সাংসদ আওয়ামী লীগের মনোনয়ন থেকে বঞ্চিত হয়েছেন। রোববার (২৬ নভেম্বর) বিকেলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রকাশিত প্রার্থীর তারা বাদ পড়েন।
বাদ পড়েছেন খুলনা-১ থেকে পঞ্চানন বিশ্বাস, খুলনা-৩ থেকে শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান ও খুলনা-৬ থেকে আক্তারুজ্জামান বাবু।
নির্বাচনের তফসিল ঘোষণার পর চারদিনে ৩ হাজার ৩৬২টি মনোনয়ন ফরম বিক্রি করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এরপর প্রার্থী চূড়ান্ত করতে কয়েক দফা মনোনয়ন বোর্ডের বৈঠক হয়। পরে আজ দলীয় মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় সভা করেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।
Comments are closed, but trackbacks and pingbacks are open.