BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

‘খুব সহজেই’ সমাধান করা যাবে, পাকিস্তান-আফগানিস্তান সংঘাত প্রসঙ্গে ট্রাম্প

‘খুব সহজেই’ সমাধান করা যাবে, পাকিস্তান-আফগানিস্তান সংঘাত প্রসঙ্গে ট্রাম্প

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান ও আফগানিস্তানের সংঘাত খুব সহজেই সমাধান করা যাবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

শুক্রবার (১৭ অক্টোবর) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘আমি বুঝতে পারছি পাকিস্তান আফগানিস্তানে আক্রমণ করেছে বা আফগানিস্তানের সঙ্গে সংঘাত চলছে। এটা এমন একটা বিষয় যা আমি চাইলে খুব সহজেই সমাধান করতে পারি।’

তিনি বলেন, আপাতত আমাকে যুক্তরাষ্ট্র চালাতে হচ্ছে। তবে আমি যুদ্ধের অবসান ও সংঘাতপূর্ণ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করতে সত্যিই ভালোবাসি।

ট্রাম্প আরও বলেন, এসব যুদ্ধের কোনোটা আমাদের সঙ্গে সরাসরি সম্পর্কিত ছিল না, তবুও আমি লাখ লাখ মানুষের প্রাণ বাঁচিয়েছি। পাকিস্তানের প্রধানমন্ত্রীও বলেছেন, আমি পাকিস্তানে হস্তক্ষেপ করে লাখ লাখ মানুষের জীবন বাঁচিয়েছি। পাকিস্তান ও ভারতের কথা ধরুন—দুটিই পারমাণবিক শক্তিধর দেশ, ব্যাপারটি ভয়াবহ হতে পারত।

ট্রাম্প বলেন, ‘আমি মধ্যপ্রাচ্যসহ আটটি যুদ্ধের অবসান করেছি। ইউক্রেন-রাশিয়া যুদ্ধটাকেও আমি সহজ মনে করেছিলাম। রুশ প্রেসিডেন্ট পুতিন গতকাল আর্মেনিয়া-সংক্রান্ত বিষয়সহ আরও কয়েকটি যুদ্ধের প্রসঙ্গ তুলেছিলেন।’

তিনি বলেন, ‘সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো, আমরা মধ্যপ্রাচ্যের যে বড় সংঘাতটা মীমাংসা করতে পেরেছি, সেটিই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাফল্য।

শনিবার (১১ অক্টোবর) রাতে আফগান বাহিনীর আকস্মিক হামলায় পাকিস্তানের সীমান্ত পোস্টে উত্তেজনা শুরু হয়। টানা কয়েক দিনের সংঘাতে বেশ কয়েকজন পাকিস্তানি সেনা নিহত হন। আর পাকিস্তানের পাল্টা হামলায় আফগান তালেবানের প্রায় ২০০ যোদ্ধা প্রাণ হারান। পরে ৪৮ ঘণ্টার অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হয় দুই দেশ। যা শেষ হয় শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায়।

কূটনৈতিক সূত্র বলছে, তালেবানের অনুরোধে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হয়েছে। স্থানীয় সময় শনিবার থেকে দোহায় উচ্চপর্যায়ের আলোচনায় বসছে দুই দেশ। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ