খুবি উপাচার্য সাথে বাংলা ওয়ার্ল্ড ওয়াইড প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

খুলনা ব্যুরো: জোড়াসাঁকো থেকে শিলাইদহ, সাগরদাঁড়ি (গঙ্গা-পদ্মা) শুভেচ্ছা সফরের অংশ হিসেবে বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের একটি প্রতিনিধি দল আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেলে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে উপাচার্যের সভাপতিত্বে শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসনিক ভবনের সভাকক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপাচার্য বলেন, ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে কোলাবরেটিভ রিসার্চ এবং আন্তর্জাতিক সম্মেলন আয়োজনে আমরা আগ্রহী। ভারতের অনেক বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের এমওইউ আছে, আরও এমওইউ করতে চাই। তাদের কাছ থেকে আমাদের অনেক কিছু শিখনীয় আছে। উচ্চশিক্ষায় এডমিশন টেস্ট নিয়ে সবার আগে উঠে আসে ভারতের কথা। এক্ষেত্রে আমরা তাদের অভিজ্ঞতা নিতে পারি।
উপাচার্য আরও বলেন, আমরা একে অপরের সহযোগিতার মাধ্যমে কি করে এগিয়ে নিতে পারি, তার সুযোগ খুঁজতে পারি। এক্ষেত্রে আমাদের মধ্যে এমওইউ হতে পারে, কোলাবরেটিভ রিসার্চ এবং আইডিয়া এক্সচেঞ্জও হতে পররে। খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিসিপ্লিন এবং ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সাথে এমওইউ রয়েছে বলে উল্লেখ করেন উপাচার্য।
প্রতিনিধি দলের আহ্বায়ক সৌম্যব্রত দাশ তাঁর বক্তব্যে বলেন, বাংলা ওয়ার্ল্ড ওয়াইড সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা বাঙালিদের সংগঠন। এই সংগঠনের মাধ্যমে সাহিত্য, শিক্ষা ও বাণিজ্যিক অনেক বিষয়কে প্রাধান্য দেওয়া হয়। তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের সুনাম সবখানে ছড়িয়ে আছে। এ বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে সব মহলে আস্থার জায়গা করে নিয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয় এবং আমাদের মধ্যে একাডেমিক এক্সচেঞ্জ এবং কালচারাল এক্সচেঞ্জ হতে পারে।
এসময় আরও বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, ওয়েস্টবেঙ্গল স্টেট ইউনিভার্সিটি এবং মাওলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অব টেকনোলজির প্রাক্তন উপাচার্য প্রফেসর অশোক রঞ্জন ঠাকুর, জওহরলাল নেহেরু ইউনিভার্সিটির প্রফেসর অমিত শোভন রায়। সূচনা বক্তব্য রাখেন প্রতিনিধি দলের সদস্য, প্রেসক্লাব কলকাতার প্রেসিডেন্ট স্নেহাসিস সূর।
আরও উপস্থিত ছিলেন ভারতের সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অশোক গাঙ্গুলী, তাঁর স্ত্রী রুমা গাঙ্গুলী, বিশিষ্ট শিক্ষাবিদ ঊষা ঠাকুর, সেন্ট্রাল এডমিন ট্রাইব্যুনাল মুম্বাইয়ের জজ (অবসরপ্রাপ্ত) চামেলি মজুমদার, মাওলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অব টেকনোলজির মিডিয়া স্টাডিজ বিভাগের পরিচালক ড. দেবদূত ঘোষ ঠাকুর, বিজয়গড় জ্যোতিষ রায় কলেজের প্রফেসর সুতপা ঘোষ ঠাকুর, কলকাতা ইউনিভার্সিটির প্রফেসর সাঙ্খায়ন চৌধুরী, রোটারি রবীন্দ্র বিদ্যাপীঠের শিক্ষক জয়িতা বিশ্বাস, সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি কলকাতার প্রফেসর সোমা সূর, ওয়েস্টবেঙ্গল মাইনরিটি ডেভেলপমেন্ট এন্ড ফিন্যান্স কর্পোরেশনের এক্সিকিউটিভ ঈপ্সিতা দাস, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির পোস্ট গ্র্যাজুয়েট হিন্দোল দাস, চার্টার একাউন্ট্যান্ট দীপঙ্কর কাঞ্জিলাল, বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের কো-অর্ডিনেটর অর্পিতা কাঞ্জিলাল এবং খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু।
অনুষ্ঠান শেষে উপাচার্য প্রতিনিধি দলকে খুলনা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম খচিত ক্রেস্ট ও সুন্দরবনের ইকোসিস্টেম এর ওপর তাঁর লেখা বই উপহার প্রদান করেন। প্রতিনিধি দলের পক্ষ থেকেও উপাচার্যকে ক্রেস্ট উপহার প্রদান করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.