খুবিতে দুই শিক্ষার্থীকে উত্ত্যক্তের ঘটনায় অভিযুক্ত ব্যক্তি শনাক্ত

খুলনা ব্যুরো: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) দুই শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার অভিযোগে আলমগীর নামে মধ্যবয়স্ক এক ব্যক্তিকে শনাক্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে প্রশাসন ও খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (খুবিসাস) এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

শুক্রবার (১৪ মার্চ) সকাল ১০টার দিকে বাজার করার উদ্দেশ্যে বের হওয়া দুই শিক্ষার্থীকে এক ব্যক্তি অনুসরণ করতে থাকেন এবং তাদের বিভিন্ন ব্যক্তিগত প্রশ্ন করেন। পরবর্তীতে সূর্যমুখী বাগানের কাছে গিয়ে অভিযুক্ত ব্যক্তি অশালীন অঙ্গভঙ্গি করেন। আশপাশে লোকজন কম থাকায় শিক্ষার্থীরা দ্রুত স্থান ত্যাগ করেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, অভিযুক্ত ব্যক্তি আলমগীর এর আগেও এ ধরনের অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত বলেন, সিসিটিভি ফুটেজ পর্যালোচনার পর ঘটনার সত্যতা পাওয়া গেছে এবং ফুটেজ হরিণটানা থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি, ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে কড়াকড়ি নিষেধাজ্ঞা প্রদান করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীরা অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.