খালেদা জিয়া দেশের স্বার্থে কখনো আপোষ করেননি – নওশাদ জমির

পঞ্চগড় প্রতিনিধি: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির বলেছেন, আমাদের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার দিকে তাকান। এখনো তিনি অবিস্মরনীয় নেত্রী, কারন তিনি দেশের স্বার্থে কখনো আপোষ করেননি। তার উপর আস্থা রাখুন। আজকে আমরা যদি ব্যক্তিগত স্বার্থে আমরা যদি দুর্নীতির আশ্রয় নেই তাহলে দেশের স্বার্থকে রক্ষা করতে পারবোনা। বাংলাদেশের মানুষ আমাদের উপর আস্থা রাখতে পারবেনা।
শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় মিনা বাজারে পঞ্চগড় পৌর বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন,বাংলাদেশে রাজনৈতিক দুর্নীতি ছিলো। আপনারা নেতাকর্মীরা যখন রাস্ট্রের স্বার্থের থেকে ব্যাক্তিগত স্বার্থকে গুরুত্ব দিচ্ছেন তাকেই রাজনৈতিক দুর্নীতি বলা হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবন আমরা দেখেছি।তিনি আমাদের আদর্শ। আমরা দেখেছি কতোটা সৎ জীবন যাপন করে তিনি রাস্ট্র পরিচালনা করেছেন। আমরা তার প্রতিষ্ঠিত একটি রাজনৈতিক দলের সদস্য। তার সততার ব্যাপারে কেউ কোন প্রশ্ন তুলতে পারেনি।আমরা তার উত্তর সুরী। সেই নেতার উত্তর সুরী হওয়ার পরেও গত আগষ্টের পরে বিএনপির নেতা কর্মীরা বিভিন্ন যায়গায় ব্যাক্তিগত স্বার্থে যে দুর্নাম অর্জন করেছেন তা অত্যন্ত দু:খজনক এবং লজ্জাজনক।
ব্যারিস্টার  নওশাদ জমির বলেন, রাজনীতিকে ব্যবসার স্বার্থে ব্যবহার করা যাবেনা। রাজনীতিকে ব্যাবসায় পরিনত করা যাবেনা। আপনার ব্যাবসা কি রাজনীতি। এই অবস্থা থেকে আমাদের বের হতে হবে।গত ১৬ বছরে আইন শৃংখলা বলতে কিছু নাই। একটা অরাজকতা চলছে। আমাদের নেতা তারেক জিয়া যেভাবে বার বার আপনাদের অনুরোধ করেছেন আমাদের সামনের নির্বাচন কঠোর একটি নির্বাচন হবে। সেই  নির্বাচনে যদি আমরা সফলতা চাই তাহলে শহীদ জিয়ার আদর্শকে ধারন করতে হবে।
পৌর বিএনপির সদস্য শহীদ বাবু ও রুবেল পাটোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য রিনা পারভিন, জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক এম এ মজিদ, মির্জা নাজমুল ইসলাম কাজল, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির ১ নং সদস্য শামজুজ্জামান বিপ্লব, জেলা যুবদলের সাধারন সম্পাদক নুরুজ্জামান বাবু, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিক প্রমুখ।
এসময় বিএনপি এবং এর অংগ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পঞ্চগড় প্রতিনিধি শেখ সম্রাট হোসাইন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.