বিশেষ (ঢাকা) প্রতিনিধি: রাজধানীর ১৯টি খাল পলিথিনে পূর্ণ হয়ে গেছে জানিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘খালগুলো পরিষ্কার করার মতো ড্রেজার বাংলাদেশে নেই।’
মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরের ‘পলিথিন ও পলি প্রোফাইলেন ব্যাগ ব্যবহার বন্ধ করুন’ প্রক্রিয়া কার্যক্রমে স্বেচ্ছাসেবক হিসেবে অংশ গ্রহণকারী শিক্ষার্থীদের সনদ বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন সৈয়দা রিজওয়ানা হাসান।
অনুষ্ঠানে তিনি বলেন, ‘রাজধানীর ১৯ খাল পলিথিনে পূর্ণ হয়ে গেছে, যা পরিষ্কার করার মতো ড্রেজার নেই বাংলাদেশে। তাই ব্যক্তি পর্যায়ে ব্যবহার বন্ধ করতে হবে।’
পরিবেশ উপদেষ্টা আরও বলেন, ‘পলিথিনের ব্যবহারিক মূল্য সস্তা মনে হলেও এর পরিবেশগত ক্ষতির মূল্য অনেক বেশি। ক্রেতা হিসেবে পলিথিন ব্যবহার বন্ধ করার চর্চা করলে সফল হওয়া সম্ভব। তাই ‘‘পলিথিন মুক্ত প্রতিদিন’’– এমন মানসিকতা গড়ে তুলে হবে। এই ব্যাগের প্রথাগত বিকল্প আছে। অথচ মুনাফার আশায় পলিথিন ব্যাগ কারখানার মালিকরা বিভ্রান্তি ছড়াচ্ছে।’
এ বিষয়ে দেশবাসীকে গুরুত্ব না দেওয়ার আহ্বান জানিয়ে পরিবেশ ও বন উপদেষ্টা বলেন, ‘সামাজিক আন্দোলনের মাধ্যমে পলিথিন মুক্ত করার আহ্বান জানাই।’ পরিবেশ উপদেষ্টা আরও জানান, আগামী মাস থেকে রাজধানীর সড়কে হর্ন বন্ধে সচেতনতা অভিযান শুরু হবে।
অনুষ্ঠানে পলিথিন ও পলি প্রোপাইলিন শপিং ব্যাগে ব্যবহার বন্ধের কার্যক্রমে অংশ নেওয়া রাজধানীর ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের সব সেচ্ছাসেবী শিক্ষার্থীদের মধ্য সনদ বিতরণ করেন সৈয়দা রিজওয়ানা হাসান।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো: আমিনুল ইসলাম শিকদার। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.