খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির পানছড়িতে বিজিবির গাড়িতে হামলা চালিয়ে দুই আসামি ও উদ্ধারকৃত সাড়ে বার লাখ টাকা ছিনিয়ে নিয়েছে এলাকাবাসী। ছিনতাই করে নেওয়া আসামিদের নাম রিংটু চাকমা (২৭) ও ধনরঞ্জন চাকমা (২৩)। তারা লোগাং ইউপির সীমানাপাড়ার প্রদীপ চাকমা ও সুমেন্তু চাকমার সন্তান।
পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গতকাল রবিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটার দিকে লোগাং বিজিবি ক্যাম্পের চেক পোস্টে ডিউটিরতরা একটি রেজিষ্ট্রেশন বিহীন মোটরসাইকেল যোগে আসা দুই আরোহীকে তল্লাশী করে।
এ সময় তাদের হেফাজতে থাকা একটি বস্তায় সাড়ে বারো লাখ টাকা পাওয়া যায়।
এই টাকার উৎস ও মালিকানা সম্পর্কে তারা কোনো তথ্য দিতে না পারায় তাদের আটক করা হয়। এ সময় ১নং লোগাং ইউপির ৬নং ওয়ার্ডের সদস্য রিপন চাকমা, ২নং ওয়ার্ড সদস্য ও কার্বারী পূর্ণ জীবন চাকমা ও ৪নং ওয়ার্ড সদস্য সাহেব আলীর উপস্থিতিতে বস্তা খুলে টাকাগুলো গনণা করা হয়। যার জব্দ তালিকায় ইউপি সদস্য ও আসামিদের স্বাক্ষর করেছে।
সমুদয় অর্থ, মোটরসাইকেল, আটক আসামি, জব্দ তালিকা ও প্রতিটি টাকার নাম্বার সম্বলিত সিজার লিস্ট নিয়ে বিকেল আনুমানিক সাড়ে পাঁচটার দিকে পানছড়ি থানায় রওনা করা হয়। আসার পথে উপজেলার পূজগাং ব্রীজ এলাকায় কয়েকশ পুরুষ ও মহিলা লাঠিসোটা নিয়ে বিজিবির গাড়িতে হামলা চালায়। বিজিবির মানবিক আচরণে তারা শান্ত না হয়ে উগ্র আচরণের মাধ্যমে লাঠি দিয়ে মারধর করে কয়েক বিজিবি সদস্যকে আহত করে টাকা ও দুই আসামি ছিনিয়ে নেয়।
উপস্থিত মহিলা ও পুরুষদের উগ্র আচরণ ও অতি নিকটে চলে আসায় বিজিবির সদস্যরা ধৈর্য্য ও প্রজ্ঞার সাথে পরিস্থিতি মোকাবেলা করে।
পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)’র অধিনায়কের নেতৃত্বে টহল দল ঘটনাস্থলে পৌঁছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৩ রাউন্ড ফাঁকা গুলি করে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খাগড়াছড়ি প্রতিনিধি এ কে এম মোসাদেক হোসেন। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.