BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

খাগড়াছড়িতে তেলেগু সিনেমা পুষ্পার স্টাইলে কাঠ পাচারের চেষ্টা, জব্দ করলো সেনাবাহিনী

খাগড়াছড়িতে তেলেগু সিনেমা পুষ্পার স্টাইলে কাঠ পাচারের চেষ্টা, জব্দ করলো সেনাবাহিনী

খাগড়াছড়ি প্রতিনিধি: তেলেগু সিনেমা পুষ্পার স্টাইলে খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার বর্মাছড়ির বাজার এলাকা থেকে অবৈধভাবে ৪ হাজার ঘনফুট কাঠ পাচার করা হচ্ছিল। কিন্তু বিধিবাম ধরা পড়ে সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোনের কাছে। সেনা সদস্যরা আনুমানিক এক কোটি ২০ লাখ টাকার কাঠ জব্দ করে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালের দিকে বর্মাছড়িমুখ বাজার সংলগ্ন দেওয়ান পাড়া এলাকা থেকে এই কাঠ জব্দ করে।

লক্ষ্মীছড়ি সেনা জোন সূত্রে জানা যায়, বর্মাছড়ি এলাকায় নিরাপত্তা জোরদার করার অংশ হিসেবে সেনাবাহিনীর একটি টহলকারী দল এ কাঠ জব্দ করে। এদিকে পাচারকারীরা সেনা টহলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরবর্তীতে উদ্ধার করা কাঠ বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

২৪ আর্টিলারি বিগ্রেডের লক্ষ্মীছড়ি ৩২ ফিল্ড আর্টিলারি জোনের অধিনায়ক তাজুল ইসলাম বলেন, সম্প্রতি ইউপিডিএফ বর্মাছড়ি মুখ এলাকায় নিরাপত্তা বাহিনীর উপস্থিতি নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে বর্মাছড়ি এলাকায় সশস্ত্র সন্ত্রাসীদের তৎপরতা নেই বলে তারা মিথ্যা তথ্য প্রচার করে। বাস্তবে, ঐ এলাকায় সশস্ত্র সন্ত্রাসী ও অবৈধ চোরাচালানের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর নিয়মিত আভিযানিক কর্মকাণ্ড ইউপিডিএফ এর বেআইনি কর্মকাণ্ডের জন্য হুমকি ও বাধাস্বরূপ বলেই প্রতীয়মান হয়। সাম্প্রতিক ঘটনা পর্যালোচনায় নিশ্চিতভাবে এই অবৈধ কাঠ পাচারের সঙ্গে ইউপিডিএফ এর সরাসরি সম্পৃক্ততা সহজেই বোঝা যায়।

তিনি আরও বলেন, নিরাপত্তা বাহিনী দৃঢ়ভাবে জানিয়েছে যে, তারা জনগণের নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা এবং অবৈধ চোরাচালান প্রতিরোধে সবসময় বদ্ধপরিকর। এ ধারা অব্যাহত থাকবে। এলাকায় বিভ্রান্তি সৃষ্টির মাধ্যমে ইউপিডিএফ বেআইনি কার্যক্রম আড়াল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। নিরাপত্তা বাহিনী তা কঠোর হস্তে দমন করবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খাগড়াছড়ি প্রতিনিধি এ কে এম মোসাদেক হোসেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
নেহা কক্করের নামে ৬ লাখ টাকার প্রতারণা ওজন কমাতে ওজেম্পিক গুঞ্জন : ক্ষুব্ধ তামান্না ভাটিয়া বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের আইনের প্রক্রিয়ায় আনবো : পরিবেশ উপদেষ্টা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ১৮ প্রকল্প অনুমোদন চৌদ্দগ্রামে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারীসহ নিহত-৩ ব্রাহ্মণবাড়িয়ায় ডাবল মার্ডারের মূল হোতাসহ গ্রেফতার-২ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের জাতীয় শুদ্ধাচার বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচী নির্বাচনী ট্রাক চলমান, এটা রোধ করার ক্ষমতা কারো নাই : মিলন পদ্মাপাড়ের দুর্গম চরে উন্নয়নের ছোঁয়া: চর মাঝারদিয়াড়ে টেকসই কংক্রিট রাস্তা নির্মাণ শুরু রাবিতে রেজিস্ট্রার ও রাকসু জিএসের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়