BTC News | বিটিসি নিউজ

আজ- রবিবার, ২রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ২রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

খাগড়াছড়িতে তেলেগু সিনেমা পুষ্পার স্টাইলে কাঠ পাচারের চেষ্টা, জব্দ করলো সেনাবাহিনী

খাগড়াছড়িতে তেলেগু সিনেমা পুষ্পার স্টাইলে কাঠ পাচারের চেষ্টা, জব্দ করলো সেনাবাহিনী

খাগড়াছড়ি প্রতিনিধি: তেলেগু সিনেমা পুষ্পার স্টাইলে খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার বর্মাছড়ির বাজার এলাকা থেকে অবৈধভাবে ৪ হাজার ঘনফুট কাঠ পাচার করা হচ্ছিল। কিন্তু বিধিবাম ধরা পড়ে সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোনের কাছে। সেনা সদস্যরা আনুমানিক এক কোটি ২০ লাখ টাকার কাঠ জব্দ করে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালের দিকে বর্মাছড়িমুখ বাজার সংলগ্ন দেওয়ান পাড়া এলাকা থেকে এই কাঠ জব্দ করে।

লক্ষ্মীছড়ি সেনা জোন সূত্রে জানা যায়, বর্মাছড়ি এলাকায় নিরাপত্তা জোরদার করার অংশ হিসেবে সেনাবাহিনীর একটি টহলকারী দল এ কাঠ জব্দ করে। এদিকে পাচারকারীরা সেনা টহলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরবর্তীতে উদ্ধার করা কাঠ বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

২৪ আর্টিলারি বিগ্রেডের লক্ষ্মীছড়ি ৩২ ফিল্ড আর্টিলারি জোনের অধিনায়ক তাজুল ইসলাম বলেন, সম্প্রতি ইউপিডিএফ বর্মাছড়ি মুখ এলাকায় নিরাপত্তা বাহিনীর উপস্থিতি নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে বর্মাছড়ি এলাকায় সশস্ত্র সন্ত্রাসীদের তৎপরতা নেই বলে তারা মিথ্যা তথ্য প্রচার করে। বাস্তবে, ঐ এলাকায় সশস্ত্র সন্ত্রাসী ও অবৈধ চোরাচালানের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর নিয়মিত আভিযানিক কর্মকাণ্ড ইউপিডিএফ এর বেআইনি কর্মকাণ্ডের জন্য হুমকি ও বাধাস্বরূপ বলেই প্রতীয়মান হয়। সাম্প্রতিক ঘটনা পর্যালোচনায় নিশ্চিতভাবে এই অবৈধ কাঠ পাচারের সঙ্গে ইউপিডিএফ এর সরাসরি সম্পৃক্ততা সহজেই বোঝা যায়।

তিনি আরও বলেন, নিরাপত্তা বাহিনী দৃঢ়ভাবে জানিয়েছে যে, তারা জনগণের নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা এবং অবৈধ চোরাচালান প্রতিরোধে সবসময় বদ্ধপরিকর। এ ধারা অব্যাহত থাকবে। এলাকায় বিভ্রান্তি সৃষ্টির মাধ্যমে ইউপিডিএফ বেআইনি কার্যক্রম আড়াল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। নিরাপত্তা বাহিনী তা কঠোর হস্তে দমন করবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খাগড়াছড়ি প্রতিনিধি এ কে এম মোসাদেক হোসেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
চীনের ‘এক দেশ, দুই ব্যবস্থা’ প্রত্যাখ্যান করল তাইওয়ান বয়স্কদের জন্য এক হাজার ক্লাব তৈরি করছে সরকার : সমাজকল্যাণ উপদেষ্টা ৯৮ শতাংশ ভোটে তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়া হাসান আজ ৫২-তে পা সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাইয়ের বিয়ে মানেই জীবনের একটি পার্ট শেষ : পূজা স্কাই স্টেডিয়াম নিয়ে বিভ্রান্তি, সৌদি আরবের সঙ্গে কোনো সম্পর্ক নেই একটি দল রাজনৈতিক স্বার্থে ইসলামের ক্ষতি করতে চায় : সালাহউদ্দিন আহমদ মৎস্যজীবীদের শ্রমের প্রাতিষ্ঠানিক স্বীকৃতিকেও মূল্যায়নের আওতায় আনতে হবে : প্রাণিসম্পদ উপদেষ্টা নির্বাচিতদের হাতে ক্ষমতা হস্তান্তর করবে সরকার : ধর্ম উপদেষ্টা মোরেলগঞ্জে ঘষিয়াখালীতে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত