আইন-আদালতচট্টগ্রামব্রেকিং নিউজ খাগড়াছড়িতে অপারেশন ডেভিল হান্ট: নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক By বার্তা কক্ষ On ফেব্রু. ৯, ২০২৫ Share খাগড়াছড়ি প্রতিনিধি: দেশব্যাপী অপারেশন ডেভিল হান্ট অভিযানের ঘোষণার পর খাগড়াছড়িতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে জেলার গুইমারা উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। রোববার সকালে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামূল হক চৌধুরী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। আটক ছাত্রলীগের নেতাকর্মীরা হলেন- গুইমারার বড়পিলাক গ্রামের বাবুল মিজির ছেলে সোহাগ মিয়া, অহিদ মিয়ার ছেলে মো. সেলিম, মোফাজ্জল হোসেনের ছেলে আব্দুর রহিম ও আব্বাস আলীর ছেলে মো. আজিজুল। আটক ৪ জনই ছাত্রলীগের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। এরমধ্যে সোহাগ মিয়া বড়পিলাক ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি। তাদের বিরুদ্ধে জেলার গুইমারা থানায় মামলা রয়েছে। গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: এনামুল হক চৌধুরী জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী দেশজুড়ে চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ গুইমারা বড়পিলাক এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪ নেতাকর্মীকে আটক করা হয়েছে। তাদেরকে রোববার আদালতে পাঠানো হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খাগড়াছড়ি প্রতিনিধি এ কে এম মোসাদেক হোসেন। # Share FacebookTwitterGoogle+ReddItWhatsAppPinterestEmail
Comments are closed, but trackbacks and pingbacks are open.