খুলনা ব্যুরো: বিএনপি ডাকা দেশেব্যাপী দ্বিতীয় দফার টানা ৪৮ ঘণ্টার সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচির প্রথম দিনে খুলনায় অবরোধ সমর্থনে থন্ড খন্ড মিছিল, মশাল মিছিল ও পুলিশের গ্রেফতারের মধ্যদিয়ে পালিত হয়েছে।
রবিবার (৫ নভেম্বর) অবরোধ সমর্থনে জেলা যুবদল, মহানগর- জেলা ছাত্রদল ওখানজাহান আলী থানায় মিছিল করেছে ছাত্রদল থানা শাখা।
এদিকে অবরোধের প্রথম দিনে যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইবাদুল হক রুবায়েদসহ ৯জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, জেলা ছাত্রদলের জাহিদ হাসান শোভন, ১৯ নং ওয়ার্ড যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস হোসেন অপু, ২৬ নং ওয়ার্ড যুবদলের সহ সভাপতি মুরাদ সিকদার, ১৩ নং ওয়ার্ড বিএনপির সদস্য মোঃ শহিদুল ইসলাম, যোগিপোল ইউনিয়ন বিএনপির সদস্য আব্দুল হাই শিকদার রুমি, ২০ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ এনামুল কবির, সোনাডাঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের আলমগীর ও আড়ংঘাটা থানা বিএনপির সমর্থক মোঃ মনিরুল আলম। বিএনপির দপ্তর সুত্র জানিয়েছে শনিবার রাত থেকে রবিবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের অধিকাংশকে বিশেষ ক্ষমতা আইনে আদালতে প্রেরণ করেছে। আদালত তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছে।
খুলনা জেলা বিএনপির ও অঙ্গদলের মিছিল: যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইবাদুল হক রুবায়েদ-এর নেতৃত্বে খুলনা জেলা বিএনপি ও অঙ্গদল রবিবার দুপুরে অবরোধ সমর্থনে সোনাডাঙ্গা মজিদ স্মরণীতে বিক্ষোভ মিছিল করেছে। মিছিলের যুবনেতা জাবির আলীসহ অনেকে উপস্থিত ছিলেন। মিছিল শেষে পুলিশ ধাওয়া করে ইবাদুল হক রুবায়েদকে গ্রেফতার করেছে।
মশাল মিছিল: মহানগর ছাত্রদলের সদস্য সচিব তাজিম বিশ্বাসের নেতৃত্বে সোনাডাঙ্গা আল ফারুক সোসাইটি এলাকা থেকে মশাল মিছিল করেছে মহানগর ছাত্রদল। এছাড়া খানজাহান আলী থানা ছাত্রদলের আহবায়ক মো. মাসুম বিল্লাহ’র নেতৃত্বে অবরোধ সমর্থনে ফুলবাড়ি গেট এলাকার খুলনা-যশোর মহাসড়কে মিছিল করেছে থানা ছাত্রদল।
উল্লেখ্য, ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হত্যা, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মী গ্রেফতার, বাড়ি বাড়ি তল্লাশি-হয়রানি ও নির্যাতনের প্রতিবাদ এবং চলমান এক দফা দাবিতে ফের টানা দুই দিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করে বিএনপি। রবিবার ছিলো দ্বিতীয় দফায় অবরোধের প্রথম দিন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.