বিটিসি স্পোর্টস ডেস্ক:দরজায় কড়া নাড়ছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের এবারের আসর। ১৫ জুন অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টেকে কেন্দ্র করে ইতোমধ্যে স্কোয়াড ঘোষণা করতে শুরু করেছে প্রতিযোগী দেশগুলো। এবার সেই তালিকায় যোগ হলো ইউরোপিয়ান ফুটবলের আরেক পরাশক্তি বেলজিয়ামের নাম।
মঙ্গলবার (২৮ মে) জার্মানির মাটিতে শুরু হতে যাওয়া ইউরোপের সর্বোচ্চ এই প্রতিযোগিতার জন্য ২৫ সদস্যের দল ঘোষণা করেছে বেলজিয়াম।যেখানে জায়গা হয়নি রিয়াল মাদ্রিদের তারকা গোলরক্ষক থিবো কোর্তোয়ার।
দল ঘোষণার বেশ আগেই বেলজিয়ামের কোচ ডমেনিকো টেডেস্কো কোর্তোয়ার ইনজুরির কারণে ইউরোতে খেলতে পারবেন না বলে ঘোষণা দিয়েছিলেন। অথচ ইতোমধ্যে পুরো ফিট হয়ে রিয়ালের হয়ে ম্যাচও খেলেছেন গোলবারের এই বিশ্বস্ত ফুটবলার।
এমনকি আগামী ১ জুন ইউসিএল ফাইনালে রিয়ালের হয়ে খেলার কথা রয়েছে কোর্তোয়ার। কিন্তু ইউরোতে গোলবার সামলানোর জন্য নেওয়া হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা তিন ফুটবলারকে। এর বাইরে ইউরোর জন্য শক্তিশালী স্কোয়াডই সাজিয়েছে ফিফা র্যাঙ্কিংয়ের তিনে থাকা দলটি।
কাতার বিশ্বকাপের পর আর দলে ডাক না পাওয়া মিডফিল্ডার অ্যাক্সেল উইটসেল দীর্ঘ সময় পর বেলজিয়ামের ইউরো দলে রয়েছেন। এ ছাড়া এখন পর্যন্ত আন্তর্জাতিক অভিষেক না হওয়া ফুটবলার হিসেবে একমাত্র ডাক পেয়েছেন ক্লাব ব্রুগের হয়ে খেলা ম্যাক্সিম ডি কাইপার।
একই সঙ্গে বেলজিয়ামের হয়ে সবেচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা ৩৭ বছর বয়সী জ্যান ভারটোঙ্গেন, সর্বোচ্চ গোলদাতা (১১৪ ম্যাচে ৮৩টি) রোমেলু লুকাকু এবং অভিজ্ঞ কেভিন ডি ব্রুইনাও আছেন এই দলে।
আসন্ন ইউরোতে গ্রুপ ‘ই’তে রয়েছে বেলজিয়াম। যেখানে তাদের অপর তিন সঙ্গী ইউক্রেন, স্লোভাকিয়া ও রোমানিয়া। স্লোভাকিয়ার বিপক্ষে ১৭ জুন প্রথম ম্যাচ দিয়ে ইউরো অভিযান শুরু করবে ডি ব্রুইনা–লুকাকুরা। এরপর ২২ জুন রোমানিয়া এবং ২৬ জুন গ্রুপপর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ ইউক্রেন।
বেলজিয়ামের ইউরো স্কোয়াড:
গোলরক্ষক: থমাস কামিনস্কি, ম্যাটজ সেলস ও কোয়েন ক্যাসটিলস।
Comments are closed, but trackbacks and pingbacks are open.