বিটিসিবিনোদনডেস্ক: বিশ্ববাজারে কোরিয়ান সিনেমা দারুণ অবস্থান তৈরি করে নিয়েছে। এবার কোরিয়ান সিনেমাতেই পা রাখছেন এক বাঙালি নায়িকা। কলকাতার এই অভিনেত্রীর নাম এনা। শুরুটা করেছিলেন টিভি সিরিয়াল দিয়ে। এরপর বড়পর্দায় এসে নিজের অবস্থান পোক্ত করেন। শুধু তাই নয়, এ অল্প বয়সে প্রযোজক হিসেবেও কাজ শুরু করেছেন তিনি। এবার এনার পদযাত্রা কোরিয়ার উদ্দেশ্যে।
জানা গেছে, এ সিনেমার প্রযোজক জ্যাকি চ্যানের সহকারী ইয়াং জান জিং। বিশ্বখ্যাত তারকা জ্যাকি চ্যানকেও দেখা যেতে পারে এতে। যদিও সেটা এখনো চূড়ান্ত হয়নি। এ সিনেমার প্রেক্ষাপট বেশ পুরনো।
এতে এনা সাহাকে একজন ভারতীয় রানীর ভূমিকায় দেখা যাবে। তার বিপরীতে থাকবেন কোরিয়ার দুই জনপ্রিয় নায়ক। সিনেমাটির ৬০ শতাংশ শুটিং হবে কোরিয়ায় এবং বাকি ৪০ শতাংশ ভারতে।
এদিকে এনা সাহা এখন ব্যস্ত রয়েছেন ‘মাস্টার মশাই আপনি কিচ্ছু দেখেননি’ সিনেমার কাজে। এটি নির্মাণ করছেন শিলাদিত্য মৌলিক। এছাড়া তিনি অভিনয় করছেন পাভেল পরিচালিত ‘ডাক্তার কাকু’ সিনেমায়। যেখানে বাবা-ছেলের ভূমিকায় থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋদ্ধি সেন। তাদের সঙ্গী হচ্ছেন এনা। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.