কোটা বিরোধী ও শিক্ষকদের পেনশন আন্দোলন যৌক্তিকসহ দেশের সাথে ঋণ নিয়ে হলেও তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান জিএম কাদের

রংপুর প্রতিনিধি: কোটা বিরোধী ও শিক্ষকদের পেনশন আন্দোলন যৌক্তিকসহ দেশের সাথে ঋণ নিয়ে হলেও তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
আজ সোমবার (০৮ জুলাই) রংপুরে দুদিনের সফরে এসে রংপুরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সার্কিট হাউসে তিনি এই মন্তব্য করেন।
এ সময় বিরোধীদলীয় নেতা জিএম কাদের আরো বলেন, অন্ধভাবে আনুগত্য করবে এমন ব্যক্তিদের চাকুরীতে নিয়ে আসতে সরকার মুক্তিযোদ্ধা কোটা ব্যবহার করছে। সরকারের অনুগত শিক্ষকদের জোরকরে পেনশন স্কিম চাপিয়ে দেওয়ায় এখন তারাই সরকারের প্রতি আস্থা রাখতে না পেরে আন্দোলনে নেমেছে।
সরকারের অব্যবস্থাপনা ও দূর্নীতির কারণে মেগাপ্রকল্পে বড় অংকের টাকা নষ্ট করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
জিএম কাদের দেশের স্বার্থে প্রয়োজনে ঋণ নিয়ে হলেও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবী জানিয়েছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রংপুর প্রতিনিধি এস এম রাফাত হোসেন বাঁধন। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.