ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে বাইসাইকেল আরোহী এক বৃদ্ধকে বাঁচাতে রং ভর্তি একটি ট্রাক খাদে নিয়ে গেলেন চালক শাহিন হোসেন। রবিবার (৬ জুলাই) দুপুরে উপজেলার দুধসরা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার পর সাইকেল আরোহী ঘটনাস্থল ত্যাগ করায় তার নাম, পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
দুর্ঘটনার বর্ণনা দিয়ে ট্রাকচালক শাহিন হোসেন বলেন, বরিশাল থেকে ফিক্সজিট কম্পানির রং নিয়ে যাচ্ছিলাম।
পথে কোটচাঁদপুরের দুধসরা বাসস্ট্যান্ড পার হওয়ার পর সড়কের ওপর একজন বৃদ্ধ বাইসাইকেল আরোহীকে দেখতে পাই। এ সময় একাধিকবার হর্ন দেওয়ার পরও তিনি সড়ক থেকে সরে না যাওয়ায় তাকে পাশ কাটিয়ে বের হতে গেলেই নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি নিয়ে খাদে পড়ে যাই। ট্রাকটিতে আনুমানিক ২০ লাখ টাকার রং ছিল। গাড়িটি উল্টে যাওয়ায় রংগুলো ট্রাকের নিচে পড়ে গেছে বলেও জানান তিনি।
মহেশপুরের রঙের ডিলার পিয়াস হোসেন বিটিসি নিউজকে বলেন, ‘ট্রাকটিতে মহেশপুরসহ বেশ কয়েক জায়গার ডিলারের রং ছিল। চালক মহেশপুরে রং নামিয়ে অন্য জায়গায় যাওয়ার পথে এ ঘটনা ঘটে। এ সময় রং পড়ে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।’
Comments are closed, but trackbacks and pingbacks are open.