কেন্দ্রীয় নেতা লিটু শরীফের অসুস্থ ছেলেকে হাসপাতালে দেখতে যান বিএনপি’র নেতৃবৃন্দরা, ছেলের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন 

বাগেরহাট প্রতিনিধি: জাতীয়তাবাদী বন্ধু দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বাগেরহাট জেলা বিএনপির সাবেক প্রকাশনা সম্পাদক, বাগেরহাট-৪ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, সাবেক ছাত্র দল নেতা, জিয়া আদর্শ সৈনিক  শরীফ মোস্তফাজামান লিটুর ছেলে শরীফ ইবনে সিনাকে পঙ্গু হাসপাতালে দেখতে ছুটে জান বুধবার (২৫ জুন) সকালে  ঢাকা মহানগরের ২৭ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবু হানিফ মোল্লা, বিএনপি নেতা  মোঃ তরিকুল ইসলামসহ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।
এদিকে মঙ্গলবার চিকিৎসাধীন শরীফ মোস্তফাজামান লিটুর বড় ছেলে শরীফ ইবনে সিনাকে দেখতে ঢাকার পঙ্গু হাসপাতালে দেখতে জান বাগেরহাট-৪ থেকে ২০১৮ ইং সালের ধানের শীষের প্রার্থী জামাতে ইসলামির অন্যতম নেতা অধ্যাপক আব্দুল আলিমসহ অন্যন্য ব্যক্তিবর্গ।
উল্লেখ গত শুক্রবার রাত ১০টায় মার্কেটের সিড়ি দিয়ে নামতে গিয়ে পা পিছলে লিটুর বড় ছেলে গুরুতর আহত হয়।
প্রথমে তাকে খিলগাঁও খিদমাহ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে আগারগাঁও পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ত্যাগীও পরীক্ষিত, গরিব ও মেহনতী মানুষের বন্ধু শরীফ মোস্তফাজামান লিটু,সকল শুভাকাঙ্ক্ষীসসহ দেশবাশী কাছে – দোয়ার দরখাস্ত রেখেছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগেরহাট প্রতিনিধি মাসুম হাওলাদার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.