কেডিএ নতুন চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহান্মদ জাহাঙ্গীর হোসেনের দায়িত্ব গ্রহণ

খুলনা ব্যুরো: খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) ৩১তম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের অভিজ্ঞ ও মেধাবী অফিসার ব্রিগেডিয়ার জেনারেল মোহান্মদ জাহাঙ্গীর হোসেন, পিএসসি।
২ জানুয়ারি বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় তিনি খুলনাকে একটি নান্দনিক, আধুনিক এবং বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন। এই লক্ষ্য অর্জনে তিনি কেডিএ-র কার্যক্রমকে অন্যান্য সরকারি-বেসরকারি সংস্থা এবং খুলনাবাসীর সাথে সমন্বিতভাবে পরিচালনার উপর জোর দিয়েছেন। পাশাপাশি, তিনি নগরবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
ব্রিগেডিয়ার জেনারেল মোহান্মদ জাহাঙ্গীর হোসেন দায়িত্ব গ্রহণ করেছেন ব্রিগেডিয়ার জেনারেল এস এম মিরাজুল ইসলাম, এএফডব্লিউসি, পিএসসি-এর স্থলাভিষিক্ত হয়ে, যিনি গত ৩ বছর ১ মাস কেডিএ চেয়ারম্যান হিসেবে সাফল্যের সাথে দায়িত্ব পালন করেছেন।
নতুন চেয়ারম্যানের জন্মস্থান কুষ্টিয়া জেলার ভেড়ামাড়া উপজেলায়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.