বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে সরিয়ে দেওয়ার আবেদন খারিজ করে দিয়েছে ভারতের সুপ্রিমকোর্ট।
শীর্ষ আদালত বলেছে, ‘আইনগতভাবে এই আর্জি মানা সম্ভব নয়। এভাবে কোনো মুখ্যমন্ত্রীকে পদ থেকে সরানো যায় না। ওই সিদ্ধান্ত নিতে পারেন শুধুই দিল্লির উপরাজ্যপাল (লেফটেন্যান্ট গভর্নর)। আমরা হস্তক্ষেপ করতে পারব না।’
কান্ত ভাটি নামে আইনজীবীর দায়ের করা মামলা খারিজ করে এ রায় দেয় সুপ্রিমকোর্টের বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্তর ডিভিশন বেঞ্চ। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.