কুষ্টিয়া কবরস্থানের মধ্যে এক জনকে কুপিয়ে হত্যা আহত:৫

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের মাতপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে আজিম মন্ডল (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৫ জন।

পুলিশ বিটিসি নিউজকে জানান: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার সকালে জেলা পরিষদের সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদের লোকজনের সাথে আবু বক্কর গ্রুপের সংঘর্ষ হয়। এ সময় আব্দুল মজিদের সমর্থক  আজিম মন্ডলকে স্থানীয় একটি কবরস্থানের মধ্যে কুপিয়ে হত্যা করা হয়। এ সময় আরও ৫ জন আহত হন।

আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আরিফ বিটিসি নিউজকে জানান: দুই পক্ষের সংঘর্ষ চলাকালে আজিম নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংঘর্ষ ও হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের আটকের অতিযান চলছে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.