কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত থেকে সাতটি দ্বিখণ্ডিত সোনার বারসহ দুজনকে আটক করেছে বিজিবি। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিজিবির কুষ্টিয়া ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহাবুব মুর্শেদ রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য বিটিসি নিউজকে জানান।
তারা হলেন, উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মরারপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে নজরুল ইসলাম (২০) ও কাজল বিশ্বাসের ছেলে সেলিম রেজা (২২)।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আটকদের কাছ থেকে এক কেজি ৩৭৩ গ্রাম ওজনের সাতটি দ্বিখণ্ডিত সোনার বার জব্দ করা হয়। এছাড়া দুটি মোটরসাইকেল, দুটি স্মার্টফোন, নগদ এক হাজার ২২০ টাকা জব্দ করা হয়।
গতকাল বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে দৌলতপুর উপজেলা সীমান্তবর্তী চিলমারী ইউনিয়নের সুকারঘাট এলাকা থেকে তাদের আটক ও সোনার বারগুলো জব্দ করে চিলমারী বিওপি।
Comments are closed, but trackbacks and pingbacks are open.