কুষ্টিয়ায় তিন সহযোগিসহ ‘শীর্ষ সন্ত্রাসী’ লিপটন গ্রেপ্তার, অস্ত্র-গুলি জব্দ

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় সেনা অভিযানে এককালের চরমপন্থী দলের দুর্ধর্ষ নেতা, অস্ত্র ব্যবসায়ী ও হত্যাসহ অপরাধ কর্মের হোতা শীর্ষ সন্ত্রাসী জাহাঙ্গীর কবির লিপটনকে (৪৮) ৭টি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গুলি-ম্যাগজিন ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে।
এ সময় তার তিন সহযোগীকেও গ্রেপ্তার করা হয়। শুক্রবার ভোরে সেনা অভিযানে তাদের গ্রেপ্তার ও আগ্নেয়াস্ত্র-গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। কুষ্টিয়া সেনা ক্যাম্পে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছে।
সেনা ক্যাম্প সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া সদর উপজেলার অন্তর্গত উজানগ্রাম ইউনিয়নের দুর্বাচারা গ্রামে সন্ত্রাসী লিপটনের বাড়িতে অভিযান চালানো হয়। 
এ সময় সেনা বাহিনীর অভিযানিক টিমের সদস্যরা সন্ত্রাসী লিপটনের বাড়ি ঘেরাও করে রাখে। পরে অভিযানে লিপটন (৪৮), মো. রাকিব (৩৮), মো. লিটন (২৬) ও মো. সনেট হাসানকে (৪৫) গ্রেপ্তার করা হয়।
পরবর্তী সময়ে তাদের স্বীকারোক্তিতে লুকিয়ে রাখা ৬টি বিদেশি অত্যাধুনিক পিস্তল, ১টি বিদেশি লং ব্যারেল বন্দুক, ১০টি পিস্তলের ম্যাগজিন, ১টি মডেল এসএলএফ ইস্পারেটর, ৩৩ রাউন্ড ৯ এমএম পিস্তলের গুলি, ৫০ রাউন্ড বন্দুকের গুলি, ২১ রাউন্ড খালি কার্তুজ, ৩৬ রাউন্ড এ্যামোনেশন বোর, দেশীয় ১০টি বড় হাসুয়া, ৩টি ক্লিনিং কিট, ১টি পিস্তলের কভার, ৮টি শিল্ড ও ৬টি বল্লম উদ্ধার করা হয়।
এদিকে লিপটন গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা আনন্দ মিছিল বের করেছেন। মিছিলকারীরা লিটনের ফাঁসি দাবি করেছেন।
কুষ্টিয়া সেনা ক্যাম্পের ইনচার্জ (টু-আইসি) মেজর জামান বিটিসি নিউজকে জানান, কোনও ক্ষয়-ক্ষতি ছাড়াই শীর্ষ সন্ত্রাসী লিপটন ও তার তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতরা এলাকার ত্রাস ও বড় মাপের সন্ত্রাসী। অস্ত্রের উৎস ও যোগানদাতাদের সন্ধানে সেনা হেফাজতে জিজ্ঞসাবাদ শেষে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কুষ্টিয়া প্রতিনিধি মো. আলাউদ্দিন হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.