কুয়েটের অচলাবস্থা নিরসনে বিশ্ববিদ্যালয় বান্ধব ভিসি নিয়োগের আহ্বান তিন সংগঠনের

খুলনা ব্যুরো: টানা সাড়ে চার মাস ধরে চলমান অচলাবস্থা নিরসনে জরুরি ভিত্তিতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এ বিশ্ববিদ্যালয়বান্ধব উপাচার্য নিয়োগের আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশন, কর্মকর্তা ও কর্মচারী সমিতি।
বৃহস্পতিবার (৩ জুলাই) বেলা আড়াইটায় প্রশাসনিক ভবনের সভাকক্ষে তিন সংগঠনের কার্যনির্বাহী কমিটির এক যৌথ জরুরি সভায় এ আহ্বান জানানো হয়।
সভায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক স্থবিরতা, বেতন-ভাতা এবং সার্বিক অচলাবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মঈনুল হকের সভাপতিত্বে এবং কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক আহসান হাবিবের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় নেতৃবৃন্দ বলেন, “বর্তমান প্রশাসনিক শুন্যতায় বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে একজন কুয়েটবান্ধব, দক্ষ ও গ্রহণযোগ্য উপাচার্য নিয়োগ না হলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে।”
তারা আরও বলেন, ইতিপূর্বে সমস্যার সমাধানে একজন উপাচার্য নিয়োগ দেওয়া হলেও তা কার্যকর কোনো পরিবর্তন আনেনি। ফলে বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ জরুরি হয়ে পড়েছে।
সভায় উপস্থিত ছিলেন, অফিসার্স অ্যাসোসিয়েশনের সহ-সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, কর্মকর্তা সমিতির সভাপতি মো. রোকনুজ্জামান, কর্মচারী সমিতির সিনিয়র সহ-সভাপতি মো. শাহরিয়ার খান, কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মো. হাসিব সরদার।এবং তিন সংগঠনের অন্যান্য কার্যনির্বাহী সদস্যরা।
যৌথ সভা শেষে এক প্রেস বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত, স্বচ্ছ ও দায়িত্বশীল পদক্ষেপের আহ্বান জানানো হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.