কুমিল্লা ব্যুরো: বৃহস্পতিবার কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের পাঁচোড়া গ্রাম থেকে অভিযান চালিয়ে ১৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। দামি টয়োটা গাড়িতে গাঁজা রেখে পালিয়েছে মাদক কারবারিরা।
পুলিশ সূত্র জানায়, রাজাপুর ইউনিয়নের পাঁচোড়া এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি করা হয়। এ সময় একটি টয়োটা মাইক্রো-বাসকে থামার নির্দেশ দেওয়া হয়। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে চালকসহ গাড়িতে থাকা আরও দুজন দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয় মেম্বার ও উপস্থিত লোকজনের সামনে গাড়ি তল্লাশি করে ৭টি চটের বস্তায় রাখা ১৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ সময় মাদক বহনকারী মাইক্রো-বাসটিও জব্দ করা হয়েছে।
এ বিষয়ে বুড়িচং থানার অফিসার ইনচার্জ খন্দকার আবুল হাসানাত বিটিসি নিউজকে বলেন, এ ঘটনায় মামলা করা হয়েছে। মাদক পাচারের সঙ্গে জড়িতদের ধরতে পুলিশ তৎপর রয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কুমিল্লা ব্যুরো প্রধান আব্দুল্লাহ আল মানছুর। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.