কুড়িগ্রামে বানভাসিদের মাঝে ত্রাণ বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরীতে ভিতরবন্দ ও বেরুবাড়ী ইউনিয়নের বন্যা কবলিত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় প্রেরিত ত্রাণ সমাগ্রী উপজেলা প্রশাসনের উদ্যোগে বেরুবাড়ী ইউনিয়নে ৮০০ এবং ভিতরবন্দ ইউনিয়নের সাড়ে ৩০০ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল, ১ কেজি মশুর ডাল, ১ কেজি করে লবণ ও সয়াবিন তেল বিতরণ করা হয়।

বিভিন্ন চরাঞ্চলের বন্যা কবিলিত এলাকায় ঘুরে ঘুরে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোফাখ্খারুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ রূপকুমার সরকার, বেরুবাড়ী ইউপি চেয়ারম্যান সোলায়মান আলী ও ভিতরবন্দ ইউপি চেয়ারম্যান শফিউল আলম শফিসহ অনেকে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কুড়িগ্রাম প্রতিনিধি মো. হাফিজুর রহমান হৃদয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.