কী এমন হল যে ‘ভয়’ পাচ্ছেন সালমান খান!
বিটিসি নিউজ ডেস্ক: ‘রেস থ্রি’ এবং ‘সঞ্জু’-র মুক্তি কি পর পর হচ্ছে? আর তাতেই কি ঘুম ছুটছে সালমানের? অর্থাত, ‘সঞ্জু’-র দাপটে কি এবার রঙ্গের ছটা কিছুটা হলেও কমে যাবে ‘রেস থ্রি’-র? এমন প্রশ্নই ঘোরাফেরা করছে বি টাউনের অন্দরে।
বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের দাবি, ‘সঞ্জু’-র ট্রেলর দেখার পর থেকেই নাকি রাতে ঘুম হচ্ছে না সালমানের। অর্থাৎ, ‘সঞ্জু’-র টিজার এবং ট্রেলর বক্স অফিসে যে বেশ হিট করবে, তা বেশ স্পষ্ট বলেই মনে করছে দর্শকদের একাংশ। শুধু তাই নয়, সালমান নাকি রণবীরের অভিনয়কেও বেশ ‘ভয়’ পাচ্ছেন বলেই করা হচ্ছে বি টাউনের একাংশে।ে
এ দিকে ক্যাটরিনা কাইফের সঙ্গে সম্পর্কে জড়ানোর পর থেকেই সালমানের সঙ্গে রণবীরের সম্পর্ক ক্রমশ খারাপ হতে শুরু করে। এমনকী, ‘তামাশা’-র প্রমোশনের জন্য দীপিকা পাডুকন সালমান খানের শো বিগ বস-এ হাজির হলেও রণবীর কিন্তু তা এড়িয়ে যান। এদিকে রণবীরের সঙ্গে ক্যাটরিনা বিচ্ছেদের পর বলিউডের ‘বার্বি ডল’-এর সঙ্গে সালমানের সম্পর্ক বেশ ভাল হতে শুরু করে। শুধু তাই নয়, হরিণ শিকার মামলায় সালমানের মুক্তির প্রার্থনা করে মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরেও পুজো দিতে দেখা যায় ক্যাটরিনা কাইফকে।#
Comments are closed, but trackbacks and pingbacks are open.