কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে ৭ শ্রমিক আহত হয়েছেন। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ভোরে হোসেনপুর উপজেলার মাধখলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা সবাই শ্রমজীবী মানুষ। তারা হোসেনপুরে শ্রমিকের হাটে শ্রম বিক্রি করতে আসছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
পুলিশ জানায়, ময়মনসিংহের নান্দাইল উপজেলা থেকে জলসিড়ি পরিবহনের একটি বাস ঢাকা যাচ্ছিল। মঙ্গলবার ভোরে হোসেনপুর উপজেলা সদরের মাধখলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে নিচু ধান ক্ষেতে উল্টে যায়। এতে কমপক্ষে ৭ জন আহত হয়।
খবর পেয়ে আব্দুল মজিদের নেতৃত্বে হোসেনপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
Comments are closed, but trackbacks and pingbacks are open.