গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে সবজিবোঝাই পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৬টার দিকে জেলার আজমতপুর-ইটাখোলা আঞ্চলিক মহাসড়কের নোয়াপাড়া হরিদেবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গতকাল মঙ্গলবার রাতে একটি পিকআপ সিলেট থেকে কাঁচামাল নিয়ে গাজীপুরের দিকে যাচ্ছিল।
পথিমধ্যে আজ সকালে কালীগঞ্জের আজমতপুর-ইটাখোলা আঞ্চলিক সড়কের মোক্তারপুর ইউনিয়নের নোয়াপাড়া হরিদেবপুর এলাকায় পৌঁছলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। সেখানে পানি থাকায় গাড়ির গ্লাস বা দরজা খুলতে না পাড়ায় ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাজীপুর প্রতিনিধি মো. সাইফুল ইসলাম সাইফুল। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.