কালীগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাদেক লাবু

লালমনিরহাট প্রতিনিধি: রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হলেন লালমনিরহাটের কালীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাদেক লাবু (৭৫)। বুধবার (৮ জানুয়ারি) দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে রাষ্ট্রীয় মর্যাদায় উপজেলার কাকিনা ইউনিয়নের চাপারতল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুম্পার নেতৃত্বে তাঁকে সম্মান প্রদর্শন করা হয়। পরে জানাযার নামাজ শেষে কাকিনা চাপাতল কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি, স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, নাতি-নাতনী রেখে গেছেন। বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাদেক লাবু উপজেলার কাকিনা ইউনিয়নের কাকিনা চাপারতল এলাকার বাসিন্দা। দেশ স্বাধীনের পরবর্তীতে বিডিআরের সৈনিক পদে যোগদান করে সুবেদার পদমর্যাদায় অবসর গ্রহণ করেন তিনি। মহান স্বাধীনতা সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী এ বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে এলাকার বীর মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.