কালীগঞ্জে বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে আহত-৬

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে যাত্রীবাহি বাস ও মালবাহি কাভার্ড ভ্যানের সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন। শনিবার বেলা ৩টার দিকে ঝিনাইদহ-খুলনা মহাসড়কের বেজপাড়া তেল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, সবুজ (৩০), শাহাবুদ্দিন (২৬), কিবরিয়া হোসেন (৫০), সুজন (৩৮), লিপি খাতুন (৩০) ও চুপড়া দত্ত (৩৭)। এদেরমধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থা যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক শিশির কুমার জানান, দুর্ঘটনায় আহত ৬ জনতে ফায়ার সার্ভিসের কর্মীরা হাসপাতালে এনেছিল। তাদের মধ্যে দুইজনকে ভর্তি করা হয়েছে এবং একজনকে আশঙ্কাজনক অবস্থায় রেফার্ড করা হয়েছে। বাকি তিনজনের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
কালীগঞ্জ থানার ওসি মো. শহিদুল ইসলাম ও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা খুলনাগামি একটি যাত্রীবাহি বাস ঘটনাস্থলে পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে ঝিনাইদহগামি একটি কাভার্ড ভ্যানকে সামনে থেকে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় কাভার্ড ভ্যানটি পাশে খাদে পড়ে দুমড়ে মুচড়ে যায়। এছাড়া বাসের গ্লাসসহ সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঝিনাইদহ প্রতিনিধি মো: আনোয়ার জাহিদ জামান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.