লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জে সৎ ইচ্ছা সমাজ সেবা মূলক সংগঠনের উদ্যোগে উপজেলার ২১টি মসজিদের ইমান মুয়াজ্জিনদের মাঝে জায়নামাজ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৪ এপ্রিল) বাদজুম্মা কালীগঞ্জের কাশীরাম মুন্সিরবাজার শাহী জামে মসজিদে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সংগঠনটির পরিচালক শেখ সাকিব আহমেদ, এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মাহমুদুল হাসান রনি, সাজিদ মাহবুব, মিরল মিম,আপন মোল্লাহসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
উপস্থিত সর্বসাধারণের সাথে মতবিনিময় করেন সংগঠনটির সদস্যরা। তারা জানায়, এ ধরনের কার্যক্রম সব সময় সংগঠনটি চালু রাখার প্রক্রিয়া চালিয়ে যাবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.