কালীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা মদাতী ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম বিপ্লবের দূর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ওই ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য আবুল কালাম আজাদ।
রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে মদাতী ইউনিয়ন পরিষদ হলরুমে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ইউপি সদস্য আবুল কালাম আজাদ উল্লেখ করেন, ভূয়া প্রকল্প বানিয়ে অর্থ আত্নসাৎ, ইউনিয়ন পরিষদের বরাদ্দ থেকে নিজ নামে অ্যাম্বুলেন্স ক্রয় সহ নানা অপরাধ করে আসছে আওয়ামী লীগ নেতা বিপ্লব। তার অপকর্মে অতিষ্ঠ ইউনিয়নবাসী। চেয়ারম্যানকে দ্রুত আইনের আওতায় এনে পদত্যাগ দাবি করেন তিনি।
পরে স্থানীয় এলাকাবাসী অবরুদ্ধ করে রাখে চেয়ারম্যানকে। এক পর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে কালীগঞ্জ থানার ওসি ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাধারণ মানুষের সাথে কথা বলেন। পরে আইনানুগ ব্যাবস্থার আশ্বাসে অবরুদ্ধ অবস্থান থেকে সড়ে আসেন স্থানীয়রা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.