কালীগঞ্জের উত্তর বাংলা কলেজ বাংলাদেশের ৮টি প্রাক-মডেল কলেজের মধ্যে চতুর্থ

লালমনিরহাট প্রতিনিধি জাতীয় বিশ্ব বিদ্যালয় কর্তৃক দকি পারফরম্যান্স ইন্ডিকেটরস্’ (কেআইপি) এর ভিত্তিতে উত্তর বাংলা কলেজ,কাকিনা, লালমনিরহাটকে প্রাক-মডেল কলেজ হিসেবে ঘোষণা করা হয়।
গত ২৮ শে সেপ্টেম্বর ঢাকাস্থ আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট মিলনায়তনে সনদ, অনুদান ও মেধাবী ছাত্রী বৃত্তির চেক বিতরণ উপলক্ষ্যে এক সভা অনু্িষ্ঠত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন অর রশীদ, বিশেষ অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি  প্রফেসর ড. মশিউর রহমান।
উক্ত সভায় প্রধান অতিথি শিক্ষা উপমন্ত্রী উত্তর বাংলা কলেজের অধ্যক্ষ এ.এস.এম মনওয়ারুল ইসলামকে সনদ প্রদান ও পুস্তক কেনার জন্য ১ লাখ ৯ হাজার ৫শত টাকা অনুদানের চেক প্রদান করেন। তাছাড়াও কলেজের ৬ জন মেধাবী ছাত্রীর প্রত্যেককে ২০ হাজার টাকা করে মেধাবৃত্তির চেক প্রদান করা হয়।
উত্তর বাংলা কলেজের অনার্স ১ম বর্ষ পরীক্ষা-২০১৮, ফলাফল মোতাবেক মেধাবী ছাত্রীরা হচ্ছে মোছাঃ রাবেয়া বাসরী  (সমাজ বিজ্ঞান), শারমিন আক্তার (মার্কেটিং), সালমা (উদ্ভিদ বিজ্ঞান), মোছাঃ মঞ্জুরি আক্তার (মনোবিজ্ঞান)।
অনার্স ৩য় বর্ষ-২০১৮ ফলাফল মোতাবেক মেধাবী ছাত্রীরা হচ্ছে মোছাঃ আরফিন ইসলাম আন্নি (ব্যবস্থাপনা), মোছাঃ মরিয়ম আক্তার (মনোবিজ্ঞান)।
উল্লেখ্য, সারা বাংলাদেশের মধ্যে ৮টি কলেজকে প্রাক-মডেল কলেজ হিসেবে ঘোষণা দেয়া হয়। তন্মধ্যে উত্তর বাংলা কলেজ চতুর্থ স্থানে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.